সুখের রক্তক্ষরণ

-মো.ফজলুল হক খান কামাল

♥♥♥♥♥♥♥♥♥

চারশত বারো বছর পর

আবার আসব তোমার কাছে!

তোমার জন্য সোনালি একটা

হার্টের মডেল সযতনে রেখেছি!

স্পর্শ করা মাত্রই

কথা বলবে সঙ্গোপনে,

প্রতিটা সমস্যার সমাধান

বলে দিবে কানে কানে!!

আকাশে, বাতাসে, মর্ত্যে, পাতালে

কোথায় থাকবে তুমি লুকিয়ে?

অন্তর্চক্ষু চায় না

তুমি যাও চিরতরে হারিয়ে।

তোমাকে ব্যবচ্ছেদ করতে করতে

আজো এলো না মনে ক্লান্তি!

মরুর বাগিচায় আলোর ঝলকানিতে

আসবে না কোনোদিন ভোগান্তি।।

তুমি আজীবন আরাধ্য সাধনা

প্রতিনিয়ত সুখের রক্তক্ষরণ!

সবটুকু অধিকার কেড়ে নিলেও

রাখা যায় কি নিজেকে সংবরণ?

চারশত বারো বছর পর

আবার আসব তোমার কাছে!

তোমার জন্য সোনালি একটা

হার্টের মডেল সযতনে রেখেছি!

স্পর্শ করা মাত্রই

কথা বলবে সঙ্গোপনে,

প্রতিটা সমস্যার সমাধান

বলে দিবে কানে কানে!!

আকাশে, বাতাসে, মর্ত্যে, পাতালে

কোথায় থাকবে তুমি লুকিয়ে?

অন্তর্চক্ষু চায় না

তুমি যাও চিরতরে হারিয়ে।

তোমাকে ব্যবচ্ছেদ করতে করতে

আজো এলো না মনে ক্লান্তি!

মরুর বাগিচায় আলোর ঝলকানিতে

আসবে না কোনোদিন ভোগান্তি।।

তুমি আজীবন আরাধ্য সাধনা

প্রতিনিয়ত সুখের রক্তক্ষরণ!

সবটুকু অধিকার কেড়ে নিলেও

রাখা যায় কি নিজেকে সংবরণ?

♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি- 

চক নগুয়া, পো:+উপজেলা-ফুলপুর,(২২৫০) জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*