
বাজার হয় না হাজারে
-মোঃ রজব আলী
∼∼∼∼∼∼∼∼∼
আমি অতি গরিব লোক
মনের মাঝে সদায় শোক,
সবাই জানে আমি দীন
কেউ কখনো দেয় না ঋণ।
ছেড়ে মনের সকল লাজ
দিনরাত করি পরের কাজ,
তবু আমার হয় না সুখ
হৃদে জমা শত দুখ।
গেলাম একদিন বাজারে
বাজার হয় না হাজারে,
নিত্য পণ্যের অধিক দাম
শুনলে ঝরে মাথার ঘাম।
সব পণ্যের দাম আকাশে
দাম শুনে মুখ ফ্যকাসে,
দ্রব্যের মূল্য হলো যম
তবুও খুঁজি কোথায় কম।
সব দোকানে চলে যাই
কোথায় গেলে কমে পাই,
সারা বাজার ঘুরি তাই
জলের দামে কিছুই নাই।
ঘুরতে ঘুরতে বেলা শেষ
মনের মধ্যে বাড়ে ক্লেশ,
বিচিত্র এই দুনিয়ায়
বাঁচা হলো ভীষণ দায়।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত।