শান্তি না পাই খুঁজে

-প্রান্তিক ধর পার্থ

∞∞∞∞∞∞∞

ও বাবুজি ও বাবুজি

বলো শান্তি কোথা পাই?

দেশ দেশান্তরে ঘুরে ফিরে

শান্তির দেখা নাই৷

ভাবছি বাবু শান্তির খোঁজে

করব গমন বনে,

সেথায় যে বাঘ ভাল্লুক

ভয় জাগে মোর মনে।

শান্তির খোঁজে গিয়েছিলাম বাবু

সমুদ্রের ঐ জলে,

সেথায় দেখি জলোচ্ছ্বাস বাবু

শান্তি নেই স্থলে।

পাহাড় বেয়ে শান্তির খোঁজে

উঠে দেখি চূড়ায়,

দাবদাহে তৃষ্ণার্ত পরান

অঙ্গ নাহি জুড়ায়।

শান্তির তরে ঝর্ণার দ্বারে

পৌঁছে দেখি ভাই,

ঝর্ণা আমায় ডেকে বলে

শান্তি হেথায় নাই।

কলুষিত জনসমাজে শান্তি আজ

রয়েছে চোখ বুজে,

অবুঝ মন ধেয়ে চলছে

শুধুই শান্তির খোঁজে।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি–

প্রান্তিক ধর পার্থ একজন বাংলাদেশি তরুণ লেখক ও কবি। তিনি ৫ জুন ২০০৪ সালে টাঙ্গাইল জেলাধীন মির্জাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলা গোপালপুর থানা হেমনগর গ্রামে। পিতা স্বপন ধর এবং মাতা শ্রীমতি পাপিয়া রাণী ধর। প্রান্তিক ধর পার্থ ২০২০ সালে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন তার পর তিনি সরিষাবাড়ি থেকে সম্মানের সহিত উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ডিগ্রী অধ্যায়ন করেন। তার সাহিত্য অফুরান অনুরাগ সেই ছেলেবেলা থেকেই তার প্রকাশিত বেশ কিছু যৌথ কাব্য গ্রন্থ রয়েছে “শব্দের ডাইরি “কাব্য, নারীত্বের বেদনা, আহত গোলাপ,শুভ্রতার ছোঁয়া, স্বর্ণাক্ষরে লেখা কাব্য, বসন্তের পাখি,কাঠগোলাপের প্রেম, কাশফুলের ছোঁয়া ইত্যাদি ।এছাড়া সাহিত্য চর্চার পাশাপাশি তিনি ডেমিয়েন ফাউন্ডেশনে কর্মরত থেকে যক্ষা ও কুষ্ঠ রোগীর নিত্য সেবা করে যাচ্ছেন। প্রকৃতি মানবতা- নান্দনিকবোধ প্রতিনিয়ত তাকে সৃজনশীল কর্মে অনুপ্রাণিত করে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*