মায়ের স্বরূপ

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞∞∞

উমা গেল রমা এলো

পূর্ণ শশী দিনে,

বিসর্জন ভাসান সব

মিথ্যে মায়া জ্ঞানে।

কোজাগরী পূর্ণিমা শেষে

দীপ জ্বেলে রেখো,

আসবে উমা শ্যামলা বেশে

কালী নামে ডেকো।

সহস্র রূপা মা আমার

ভিন্ন ভিন্ন রূপে,

সারা বছর থাকে সাথে

সুখ শোক তাপে।

কখনো শিবা কখনো কালী

বসন্তে মা বাসন্তী,

কখনো লক্ষ্মী সরস্বতী

মাঘে মা রটন্তী।

কন্যারূপ মাতৃ স্বরূপা

বিশ্ব ভুবন জুড়ে,

মহামায়ার রূপ লাবণ্য

ঘরেই ঘুরে ফিরে।

বধু মাতা কন্যা ঠাকুমা

সবাই মায়ের রূপ,

দশভূজা মা শ্রীদূর্গার

এরাই প্রকৃত স্বরূপ।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

শ্রী স্বপন কুমার দাস পিতা স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা শ্রীমত্যা কল্যাণী দেবী। জন্ম ও জন্মস্থান – ১৯৬৩ সাল ১৬ এপ্রিল, গোপীবল্লভপুর ঝাড়গ্রাম জেলা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ। লেখালেখির হাত ১৮৭৮ সাল থেকে সুবর্ণরেখা পত্রিকার হাত ধরে।আমার দুটি কাব্যগ্রন্থ “উত্তোরণ” ও “শব্দ তোরণ”

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*