অহরীতি

-জেমস রথিন মুন্সী

∼∼∼∼∼∼∼∼∼∼

খেয়ালী দুপুর – জোসনার নৈসর্গিক বৃত্ত ভেঙে ,

হেটে যায় –

কালো নারী সাদা ছায়া ।

হেটে যায় নৈঃশব্দে

কালো বিড়াল পায়ে চিরচেনা সময়ও – তখন ,

ক্লান্ত চোখের পশ্চিম মেরু ।

তারপর ,

সময় কিংবা কালো নারী

অথবা , সাদা ছায়া – যাই বলিনা কেন….

ছিটকিনি খোলা অন্ধকার হাটে – প্রতিদিন ,

খরচ হয় কেবলি সব-

স্বপ্ন পূরণে।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি ঃ

কবি, সংগঠক ও সম্পাদক জেমস রথিন মুন্সী।

৪ঠা এপ্রিল ১৯৭৪ সালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার কাচারিপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।

পরিচালক -সুলেখা একাডেমি। বর্তমান ঠিকানা –

মডার্ণ পাবলিসিটি, ১৯, শের – এ- বাংলা রোড, খুলনা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*