
দুর্ভোগ
-মীনা কুণ্ডু
≈≈≈≈≈≈≈≈≈
প্রকৃতির খেয়ালে মেঘ ভাঙা বৃষ্টি
শূন্য ঘর শূন্য দেয়াল একি অনাসৃষ্টি!
বাড়ির তুলসী মঞ্চ ডুবেছে জলে
উঠোন খানি ভরেছে শুকনো ডালে।
মাঠের ফসল ঢুবে গেছে জলে
গ্ৰাম শহর ভেসেছে জলে স্থলে
রিক্সা চালক হাঁকে চড়া দাম
বিদ্যুৎ বিভাগের পড়ছে মাথার ঘাম।
কলকাতা আধ ডুবো জলে ভাসে
উঁচু তলার মানুষ মুখ টিপে হাসে
পুজোর সময় দারুণ দুর্যোগ দুর্ভোগ
তবুও স্টেশনে বিক্রি হচ্ছে সীতাভোগ।
সারারাত্রি ধরে ঝরছে বৃষ্টিধারা
মানুষেরা আজ সর্বত্র দিশেহারা
সূর্যালোকের মৃদু আলো জ্বলে
কত শত লোক এক হাঁটু জলে ।
আহা রে বৃষ্টি একি আনা সৃষ্টি
শরৎ আশ্বিনে লাগাতার ভারি বৃষ্টি
নিম্নচাপ উচ্চচাপ চাপের পরিক্রমা
বাঁধা বিঘ্ন তুচ্ছ করে এসেছিল মা উমাl
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি —
আমি মীনা কুণ্ডু। উত্তরপাড়ার হুগলি জেলার বাসিন্দা
কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি।