মা মা গন্ধ

-বিনয় জানা

≈≈≈≈≈≈≈≈≈≈

ধুনো-র গন্ধ পলাশের পছন্দ নয়!

অথচ রোজ সন্ধ্যাবেলা এক বিপত্তি!

কতবার মাকে বলেছে-এ ঘরে দিও না!

গন্ধের সাথে ধোঁয়া আমার কষ্ট হয়!

কিন্তু কে শোনে কার কথা! রোজ দেবেই!

গতবছর মা-কে হারিয়েছে পলাশ!

এখন সে চাকরি করছে ব্যাঙ্গালোরে;

এবার বিয়ে করে বউ এনেছে ঘরে!

আজ ছুটির দিন! বাজার থেকে এসে

ঘর গোছাতে হাত লাগায় দুজনেই!

তার সাথে খুনসুটি মান অভিমান!

এভাবেই হেসেখেলে কাটে সারাদিন!

হঠাৎ ধুনো-র গন্ধে ম ম করে ঘর!

পলাশ বিরক্ত হয়ে মুখ তুলে দেখে,

মনোরমা ধুনো জ্বেলে এঘর ওঘর

ঘুরে ঘুরে সন্ধ্যা দিচ্ছে মায়ের মতন!

মা চলে গেছে কবেই! গন্ধ থেখে গেছে

মনোরমার গায়ে! ওরা মায়ের জাত…

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা

পিতা: ঈশ্বর সুধীর চন্দ্র জানা

মাতা: ঈশ্বরী অন্নপূর্ণা দেবী

গ্রাম : বাড়সুন্দ্রা

পোস্ট: ঈশ্বর দহ জালপাই

জেলা: পূর্ব মেদিনীপুর

পশ্চিমবঙ্গ, ভারত

কবিকে কবি না বলে পাঠক বলাই সমীচীন। কারণ-কবি মূলতঃ পাঠক। সবার লেখা পড়তে পড়তে মাঝেমাঝে কিছু লেখার ইচ্ছা করে। তাই, কবি তার কর্মজীবনে যে সব নুড়ি পাথর কুড়িয়ে পেয়েছে সেগুলোর কাব্য রূপ দেওয়ার চেষ্টা করে মাত্র। সবার ভালো লাগলেই কবি খুশি হয়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*