
প্রেমের সুখ
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈≈
পরাণ দিয়ে বেসেছি ভালো
পাইনি প্রেমের সুখ
এই জীবনে নাইবা পেলাম
কপালে ছিলো দুখ।
তোমার কাছে চাইনি কিছু
চেয়েছি শুধু হৃদয়
রয়েছো তুমি অনেক দূরে
হওনি আজো সদয়।
মনের ঘরে বিরহ তরে
জ্বলেনি প্রেমের আলো
এমনি করে বেদনা ঝরে
আঁধারে হয়েছে কালো।
এই জীবনে তোমার সাথে
আর হবেনা দেখা
হৃদয় থেকে হারিয়ে গেলো
আমার প্রেমের রেখা।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি
কবি – পলাশ বরণ দাশ ( শিক্ষক )
মহাজন বাড়ি, দক্ষিণ জলদি ৮ নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ।
কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। কবি নবীন ও প্রবীন লেখকদের সবসময় আন্তরিকতার সাথে কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করেন। কবিতার পাতা আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হোক কবির এটাই কাম্য।