
কুয়াশায় ঢাকা
-মোহাম্মদ সিরাজুল ইসলাম
⇔⇔⇔⇔⇔⇔
কুয়াশাতে ঢাকা সকাল
শিশির ভেজা মাটি,
বসুধার বুক সিন্ধ রাঙা
আগমনী ঘাঁটি,
শীতের আবেশ দিচ্ছে জানান
শিশির ভেজা ঘাসে,
মলাট বাঁধা শ্যামল ধানে
মনান্দে ভাসে।
কর্তিক বাবু বায়না ধরে
আসবো আমি ঘরে,
বাঁশের বাঁধা গোলা খানা
দেবো ধানে ভরে।
খেতের ফসল শিশির পরশ
মেখে নিবো খাঁটি,
খুশিতে মন ভোমর কুঞ্জন
শুনি গাঁয়ে হাঁটি।
উড়ছে ঝাঁকে বাবুইপাখি
শ্যামল মাঠের পানে,
ধানের মলাট চুবসে বাবুই
সুর তুলেছে তানে।
কৃষক স্বজন ছোটে ভোরে
ওয়াও ওয়াও ডাকে,
শিশির ভেজা সিন্ধ রাঙায়
মেঠোপথের বাঁকে।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি
কবি মোহাম্মদ সিরাজুল ইসলাম চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি হাকিম নগরে জন্মগ্রহণ করেন। পিতা মেহেরুজ্জামান ও মাতা নুরুন্নাহার বেগম।
তিনি ছেলেবেলা থেকে লেখালেখিতে আগ্রহী। রাণীর হাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন।পাশাপাশি বর্তামানে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরীতে নিয়োজিত।
তিনি বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন থেকে বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন।তিনি একাধারে একজন কবি ও ছড়াকার। একবুক স্বপ্ন সুখ তাঁর প্রথম কাব্যগ্রন্থ।