তমা

-লালন চাঁদ

∞∞∞∞∞∞∞

তমা তুমি জানো না

তোমার দুঃখ

আমাকে ঘুণ পোকার মতো কুরে কুরে খায়

নিজেকে অপরাধী করে তোলে

বারবার।

তোমার সব দুঃখ আমি গুছিয়ে রাখি

তোমার জন্যে

সুখের স্বপ্ন কুড়োই শিউলি ভেজা সন্ধ্যেয়

তুমি পাশ দিয়ে হেঁটে যাও

বোঝো না একটা নদীর বুকে কতো পিপাসা মরে যায়।

ইচ্ছে করে জীবন থেকে পালাই

পারি না কিছুতেই

তোমার দুঃখগুলো আগুন হয়ে জ্বলতে জ্বলতে

শুধু আমার হৃদয় পোড়ায়।

∞∞∞∞∞∞∞

পরিচিতি

কবির জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি হত দরিদ্র এক পরিবারে। সংসারে অভাব অনটন। নুন আনতে পান্তা ফুরায়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় হাতেখড়ি। দারিদ্রের কারণে বাড়িতে পড়াশোনা করা ছিলো অসম্ভব। ফলে মাতুলালয়ে গমন। এখন থেকেই উচ্চ মাধ্যমিক। দশমের ছাত্র থাকাকালীন স্কুল ম্যাগাজিনে ‘ ভালোবাসা ‘ নামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। এর পর বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে তার পরিচিতি ঘটে। তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। এ যাবৎ তার কাব্যের সংখ্যা ২১ টি। লেখা তার নেশা। না লিখলে তার মন ভালো লাগে না। নিজেকে নিঃস্ব মনে হয়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*