প্রেরণার পরিচিতি

-মোঃ সোহরাব হোসেন খান(অনন্ত মৈত্রী)

≈≈≈≈≈≈≈≈

মোর সফলতা?

কেবলই তার হাতে

করি যার পুজো হৃদয়ে,

ভাবো তোমরা

ধাক্কায় ফেলে দিবে?

বোকার দলেরা

জ্ঞাত নও মোর হৃদয়ে কে বসা

আবদ্ধ ঐশী বন্ধনে মোরা,

তার ইচ্ছে প্রতিফলিত হয় মোর হৃদয়ে

এমনিতেই কি প্রেম হয়?

ইচ্ছে ইচ্ছে একাকার হলে

তাহাকেই প্রেম বলে,

আমি তো কেবলই

প্রেরণায় চলি,

কে প্রেরণা দেয়?

জ্ঞাত কি তুমি?

জগত স্তব্ধ হয়ে যাবে

সেই পরিচয় পেলে,

তাই তো নিরিবিলি চলি

গোপন রেখে সেই পরিচিতি…….

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি।

মোঃ সোহরাব হোসেন খান (অনন্ত মৈত্রী)

সুফি লেখক ও গবেষক।

জন্ম : ০১ অক্টোবর ১৯৮৬, নুরুল ইসলাম মাস্টারের বাড়ি, মুছাপুর, মুছাপুর পাগলা বাজার-১৬৩০, রায়পুরা, নরসিংদী।

শিক্ষাগত যোগ্যতা:

২০০১ এস.এস.সি, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়। ২০০৩ এইচ.এস.সি, হাজী আসমত কলেজ, ভৈরব। ২০০৬ স্নাতক, ফিরোজ মিয়া সরকারি কলেজ আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

পারিবারিক বৃত্তান্ত :

পিতা: মো. নুরুল ইসলাম খান সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভৈরব, কিশোরগঞ্জ।

মাতা: মোছাঃ সালেহা বেগম (গৃহিণী)

স্ত্রী: ডাঃ তাহমিনা আক্তার তুলি, এমবিবিএস (ঢাকা), সিসিডি, সিএমইউ।

আমার এক ছেলে।

আমরা তিন ভাই এক বোন।

বর্তমান নিবাস: কমলপুর নিউটাউন, ভৈরব।

আমার একক প্রকাশিত গ্রন্থসমূহ: ১৩টি 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*