
প্রকৃতির মাঝে সংসার পেতেছি
-আব্দুল হামিদ সরকার
∞∞∞∞∞∞∞
প্রকৃতির মাঝে সংসার পেতেছি যে আমি,
ভোরের শিশিরে লাল ফড়িংয়ের
সনে হয় যে কত কথা —।
আঁধার রাতে জোনাকির মিছিলে যাই মিশে,
জোৎস্না রাতে চাঁদের অতিথি হয়ে
আতিথেয়তা করি গ্রহণ।
আবির রঙে আঁকি প্রিয়সীর ছবি,
প্রকৃতির বৈচিত্র্যে কাব্যের নায়িকার
লিখি নরম গরম সংলাপ।
সূর্যোদয় ও অস্তমিত হওয়ার দৃশ্য
করি যে অবলোকন,—
প্রকৃতির বাতাসে দোল খাওয়া
শস্যে আমারও মন যে দোলে।
তপ্ত দুপুরে কোকিলের ডাকে হই যে একাট্টা,
ঝিলে ফোটা শাপলা ফুলের গাঁথি মালা,
কলমি ফুলের আলিঙ্গনে দিই সাড়া।
বালিহাঁস, গাঙচিল আর ফিঙে—
পাখিগুলোও ডাকে যে আমায়,
নদীর কলতানে যাই মিশে।
নিঝুম দ্বীপে মাদুর পেতে দূর সীমানায়
মিলি যে দু’টি আঁখি,—
আকাশের তারকারাশির সনে করি গল্প।
একমুঠো রৌদ্রে স্যাঁতস্যাতে মন হয় যে দূর,
আবার একপশলা বৃষ্টিতে জুড়ায় মোর গা,
সাগর, নদী, পাহাড় ও কাশফুলের
প্রেমে কেবলই থাকি যে ডুবে।
প্রকৃতির লাবণ্যতায় যেমন হাসি,
তেমনি বিবর্ণতায় কষ্ট হলেও প্রকৃতিপ্রেমী
হয়েই থাকি যে আমি,—
তাই আমি প্রকৃতির মাঝে পেতেছি যে সংসার।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
জন্ম:- মোঃ আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার (শিক্ষক) ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন (শিক্ষাবান্ধব সু-গৃহিনী)। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
লেখা-লেখি:- তিনি একাধারে কবি ও ঔপন্যাসিক। তার প্রকাশিত গ্রন্থগুলো হল “স্মৃতির দোলনা” (আত্মজীবনীমুলক) (২০১৪) ১ম গ্রন্থ, “প্রেমের সুনামী” (২০১৫) ২য় গ্রন্থ, “ভালবাসার রংধনু” (২০১৬) ৩য় গ্রন্থ, “মধ্যরাতের হাসি” (কিশোর ছড়াকাব্য) (২০১৭) চতুর্থ গ্রন্থ, “দূর আকাশের নীহারিকা” (২০১৮) পঞ্চম গ্রন্থ, “রক্ত কাজল” (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস) (২০২০) ৬ষ্ঠ গ্রন্থ, লুৎফা (নারী জাগরণমূলক উপন্যাস) (২০২২) ৭ম গ্রন্থ ও “অস্তিমত সূর্য” (২০২৩) ৮ম গ্রন্থ।