
প্রার্থনার অদৃশ্য ছোঁয়া
-সুজিত ঘোষ
∼∼∼∼∼∼∼∼∼
শীতল বাতাসে ভেসে আসে তোমার স্মৃতি,
চুপচাপ জেগে থাকে মনে অজানা গীতি।
হৃদয়ের কোণে লুকানো হাসির রেখা
যেখানে খুঁজে পাই তোমার অদৃশ্য ছোঁয়া।
তুমি আছো প্রতিটি নিঃশ্বাসে,
প্রতিটি আশা, প্রতিটি চোখের আলোয়।
দূরের আকাশে ঝুলে থাকে যে প্রার্থনা
সে আজও শোনে তোমার মৃদু কণ্ঠের ধ্বনি।
চোখে জল ঝরে, মন গা ভিজায়
তবু মনে হয়, তুমি পাশে এসে দাঁড়ায়।
নীরব রাতের আঁধারে যে প্রার্থনা করি
তাতে মিশে আছে তোমার অদৃশ্য ছোঁয়া।
যেদিন হেসেছিলে, আমি শিখেছি হাসতে
যেদিন ভয় পেয়েছিলাম, তুমি বলেছিলে-
দাঁড়া, ভয় কিসের?
আজও শুনি সেই শব্দ, মনে বাজে বারবার।
প্রার্থনার অদৃশ্য ছোঁয়ায়,
জীবন হয়ে ওঠে আরও ধীর,আরও গভীর।
তুমি আছো বাবা চুপচাপ,মনে লুকিয়ে,
আমার প্রতিটি স্বপ্ন,প্রতিটি প্রার্থনায়।
∼∼∼∼∼∼∼∼∼
পরিচিতি-
সুজিত ঘোষ, বাংলাদেশর নাটোর সদরে বসবাস।শখের বসেই লেখালেখি করি।