
তোমাতে হৃদয় হারায়
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞
তোমার উজ্জ্বল রূপ অতি চমৎকার।
বারে বারে আমি তাই চাই মুখপানে।
তোমার আলোক ছটা মনকে খুব টানে।
তোমার রুপোলি আভা প্রিয় তো সবার।
বহু কবি সাহিত্যিকরা তোমাতে পাগল,
রাত দিন ধরে তারা থাকে সৃষ্টিশীল ।
সেই সৃষ্টির মাধ্যমে তারা গতিশীল ,
সৃষ্টির আনন্দে তারা দারুন বিহ্বল।
কিন্তু মাঝে মাঝে দেখি খুব অন্ধকার,
কৃষ্ণপক্ষ তাই তুমি যাও অন্তরালে।
মনে বিষন্নতা আসে, না দেখার ফলে।
পূর্ণিমায় তুমি যেন খুব আপনার ।
কৃষ্ণপক্ষে যাও তুমি কোথায় হারিয়ে,
তোমার আসার লাগি থাকি পথ চেয়ে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।