ঢপের কেত্তন

-অশোক কুমার পাইক

∞∞∞∞∞∞∞∞∞

হে রাজন, ঢপের কেত্তন, বন্ধ করো এবার

প্রতিশ্রুতির নব গাজন, স্বার্থ কিনে নেবার ;

যখন যাও যে মঞ্চে জমে না লোকের ভীড়,

নর্তনে আর ভুল গানের পাচ্ছ নাতো ক্ষীর l

লোক ঠকানো বুলি যত বুঝছে প্রজার দল,

মিথ্যাকথায় দেয় না তালি বাড়ছে রাগ ছল,

প্রজার কণ্ঠে তীব্র গর্জন, প্রতিশোধ নেবার,

রাজা কিন্তু ছকে থাকে প্রজার শাস্তি দেবার l

প্রজার ভালো হবে কিসে সে সব চিন্তা নেই

আগডুম বাগডুম বকবকানি ইচ্ছামত সেই,

রাজার মনের ইচ্ছে বড়ো সম্রাট হবে দেশে

শাসন কার্য চালাবে সে মানুষ মারবে হেসে l

কুঁয়োর ব্যাঙ কুঁয়োয় বসে যতই লম্ফ মারে

হয় না তার উপরে উঠা, ততই জ্বালা বাড়ে,

ধর্ম জ্ঞান ও কর্ম জ্ঞানের সবচেয়ে সে অজ্ঞ,

স্বার্থ ছাড়া কিছুই বুঝে না পন্ড সকল যজ্ঞ l

রাজার বড়ো হাসির অসুখ বন্ধ হয় না কভু,

হাসিমুখে বিষের ছোবল দেশ জানে না তবু,

উজির,মন্ত্রী,পারিষদরা,রাজার লেজটি ধরে

আপন স্বার্থে ডগমগে সব, অর্থ পকেট ভরে l

∞∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*