
হাসাবো তোমায়
-রীনা
∼∼∼∼∼∼∼∼
ঠিক কখন যে
তাকে, প্রাণ খুলে হাসতে দেখেছিলাম
আমার মনে পরেনা।
কি এমন কষ্ট জমা রয়েছে তার হৃদয়
আজও জানা হলো না।
কখনো বা ভাবি
একদিন প্রশ্ন করব
জানি উত্তর পাবোনা।
তবুও করবো
যেদিন, সঠিক উত্তর জানব
সেদিন, খুব করে
হাসা বো তোমায়।
হাসতে হাসতে লুটিয়ে পড়ার মুহূর্তগুলো
জমানো থাকবে,
হয়তোবা স্মৃতির আঙিনায়।
∼∼∼∼∼∼∼∼
,,, কবি পরিচিতি,,,
আমি রীনা। ব্যক্তিগত জীবনে গৃহিণী। মাঝেমধ্যে হস্তশিল্পের কাজে নিজেকে মনোনীত করি । সৃজনশীল প্রতিটি কর্মই আমায় অনুপ্রেরণা দেয়। বলতে গেলে এটা খোদার দেয়া সামান্যতম প্রতিভা। যা আমার মধ্যে বিচরণ করে। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।