কিছু কিছু ইচ্ছে

-উদয় পদ বর্মন

≈≈≈≈≈≈≈≈≈

কিছু কিছু ইচ্ছে

তলিয়ে যাচ্ছে মনের অতল গহ্বরে

প্রগাঢ় ইচ্ছে থাকা সত্ত্বেও

কিছুতেই হয় না আর বাস্তবায়িত।

সময়ের সাথে সাথে ইচ্ছে গুলো

স্মৃতির মানস পটে দাগ কাটলেও

তা ক্রমশই লোপ পেতে চলেছে

হারিয়ে যাচ্ছে মহানিশার অন্তরালে।

তবে কী ইচ্ছে গুলো

ইচ্ছে ডানায় ভর দিয়ে উড়ে চলে যায়?

নাকি আজ ইচ্ছে শক্তির অভাবে

অন্যের ইচ্ছেতেই চলছে সবাই!

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

কবি উদয় পদ বর্মন। জন্ম ১৩৮৬ বঙ্গাব্দের ১৮ পৌষ (ইং-১৯৭৯ সালের ৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। পিতা-শ্রী হরিপদ বর্মন, মাতা-শ্রীমতি রেণুকা বর্মন, স্ত্রী-শ্রীমতি তনুশ্রী বর্মন এবং একমাত্র পুত্র কৈরব বর্মন।

দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*