
শীতের আগমনী বার্তা
-শান্তি দাস
∞∞∞∞∞∞∞
হেমন্তে শীতের ছোঁয়া লাগে যে বাতাসে,
ভোরেরবেলা শিশির বিন্দু বিন্দু ভাসে।
স্নিগ্ধ সকালে ঘাস ভিজে যায় জলে ,
ঝিকিমিকি করে ধরা কুয়াশার ফলে।
সূর্যের কিরণ পড়ে এই ভুবন-মাঝে,
শিশিরে মুক্তো ছড়ায় সকাল ও সাঁঝে ।
উদার মাঠেতে বয় হিমেল সরস ,
সেখানে বিরাজ করে শীতের পরশ ।
মাঠে ব্যস্ত সেই সব চাষিদের গায়ে –
মেঘমালা যেন পড়ে মাথা থেকে পায়ে।
সূর্যেতাপ ছড়ে পড়ে সারা মাঠে জুড়ে,
কুয়াশারা ধীরে ধীরে যায় যেন উড়ে।
শীতের আগমনিতে আনন্দ গোলাপে,
বিকশিত হয়ে রত হয় যে আলাপে ।
শীতের আগাম বার্তা মায়াবীর মতো ,
পরশ লাগায় গায়ে স্নিগ্ধ-আভা যতো ।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।