লেখার মনন

-রত্না শ্রেয়া মুখার্জ্জী

∞∞∞∞∞∞∞

কলম কাগজ হাতে বসে বহু ক্ষণ

প্রকৃতি বেয়াড়া বড়ো শরতের পটে

প্রাবৃটের পরিত্রাণ হয় নি যে মোটে!

কবিতা লেখার তরে ভাবের মনন।

প্রকৃতি নায়িকা হোক কাব্যের আধারে

মহামন্ত্রে আরাধনা দিবস যামিনী

দশভূজা মর্ত্য ধামে অসুর নাশিনী

শারদীয়া মহোৎসব করে ব্রাত্য তারে?

রীতি নীতি শুভাশুভ সব অতিক্রান্ত

পূজাপার্বণ অন্তিম শুরু কর্ম যাত্রা

সর্বত্র ছড়িয়ে উচ্চ কুকর্মের মাত্রা।

সাধারণ জীবনের ধারণা যে ভ্রান্ত।

সর্বাপেক্ষা বৃহৎকথা শঙ্কিত সময়ে

কল্পনা যে ছন্নছাড়া সামাজিক ক্ষয়ে।।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:-

রত্না শ্রেয়া মুখার্জ্জী। জন্মস্থান- বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুর শহর। পিতা শহরের স্বনামধন্য ইঞ্জিনিয়ার। পড়াশোনা–মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক এবং স্নাতক (বাংলা সাহিত্যে) বিষ্ণুপুর শহরেই। স্নাতকোত্তর ডিগ্রি বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছোটবেলা থেকেই সাহিত্যপ্রেমী মায়ের সান্নিধ্যেই সাহিত্যের প্রতি অনুরাগ। স্কুলের ম্যাগাজিন, পুজোর পত্রিকায় লেখা প্রকাশের মধ্য দিয়েই লেখালেখির শুরু। এরপর নানা পত্র পত্রিকায় বহু কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ছন্দ কবিতার প্রতি অধিক আকর্ষণ। লেখা ছাড়াও আবৃত্তি, সবুজ প্রকৃতি চর্চা, হস্তশিল্পের দিকেও বিশেষ শখ। বর্তমানে সংসার জীবনের আবর্তে একমাত্র কন্যার প্রেরণা লেখার উৎসাহকে উজ্জীবিত করে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*