এ সবই সত্য অনিত্য

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈

পাষাণের কাছে কখনো দয়া ভিক্ষা চেওনা

নির্দয়ের কাছে কভু শান্তনা ,

নিষ্ঠুরের কাছে সরলতা খোঁজা বৃথা

কসাইয়ের কাছে আঁখিজল সে শুধুই অবমাননা ।

নির্মমের নিকট অনুনয় বিনয় নিরর্থক

অকৃতজ্ঞের কাছে নয় কখনো প্রশংসা ,

নির্বোধ বোঝে না ভালো মন্দ

কুটিল ছাড়ে না স্বীয় স্বভাবের প্রতিহিংসা ।

নাস্তিকের কাছে ধার্মিক না হওয়াই শ্রেয়

পাষণ্ডের কাছে নয় দানবীর ,

দানবের কাছে অপ্রাসঙ্গিক মানবতা

কূপমণ্ডুক কখনো হতে পারে না উচ্চশির ।

শত্রুর কাছে শান্তনা খোঁজা অযাথা

কপটের কাছে কৃতার্থ হওয়া ভ্রান্তি ,

অকর্মণ্য বোঝে না শ্রমের মর্যাদা

মুর্খের কাছে রাজ্যপাট জেনো শুধুই ভোগান্তি ।

এ সবই সত্য অনিত্য , অতিব মিথ্যা নয়

জ্ঞানী সর্বত্রই বিবেচিত গণ্য ,

মুর্খ যতই করুক শক্তির জাহির

সর্বসমক্ষে সে একজন অতিশয় নগন্য ।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –

নাম পীতবাস মণ্ডল , গ্ৰাঃ+পোঃ -যোগেশ গঞ্জ জেলা উঃ-২৪ পরগনা , পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*