
সুখের আশায়
-পুষ্পিকা সমাদ্দার
∞∞∞∞∞∞∞∞∞
আমি সারা জীবন সুখের তরে
ফিরিলাম দ্বারে দ্বারে,
সুখ তো মোর কপালে নেই
এই চিন্তা মন করে।
বিবাগী হইয়া ফিরেছি
আমি দেশ দেশান্তে,
এই নগর হইতে ঐ
নগরের শেষ প্রান্তে।
কোথায় গেলে মিলবে অবশেষে
সুখশান্তির খোঁজ নিজের
মনকে প্রশ্ন করে উত্তরের
আশায় থাকি রোজ রোজ।
সুখ তবো কিসে বলতে নারি
চাহিদার পাহাড় উঁচু,
সবকিছু এই একই জনমে
ভাবনায় হয় মাথা নিচু।
মনের চাওয়া অসীম,
সাগর হতেই তা বড়ো,
এক আশা পূরণ হলেই
পরের অভিলাষ মনে করো?
∞∞∞∞∞∞∞∞∞
–: কবি পরিচিতি :–
আমি পুষ্পিকা উত্তরবঙ্গের, ডুর্য়াসে জন্মস্থান, পাহাড় জঙ্গল ও চা বাগান দেখে বড়ো হওয়া বিবাহ সূত্রে বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা,ছোটো থেকেই বাংলা সাহিত্যেকে ভালোবাসতাম তাই এই নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছি। এখন অবসরে কলম হাতে বসি লেখনীর মাধ্যমে নিজের মনের ভাব প্রাকাশ করতে চেষ্টা করি সঙ্গে সঙ্গীত চর্চা ও চালিয়ে যাচ্ছি এর সনে সামাজসেবার কিছু কাজের সঙ্গেও যুক্ত আছি