
চিত্রাংকন
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞∞
নখের আঁচড় সেঁটে আছে মানচিত্রে,
অনেক স্রোত চলে যাবে নদীকে ডিঙিয়ে
মনে রাখবে সময়।
সব ক্ষত মিলিয়ে যায় না,
অনেক নদী মরে গেছে
বর্ষায় বান ডাকলে লাঞ্ছিত নদী জেগে ওঠে।
ক্ষতির ব্যাপারটা অসাধারণ,
নৈরাশ্য নদী জেগে ওঠে বানে তাঁর পথ ছেড়ে-
ছিঁড়ে বাঁধন গুনে গুনে পঞ্জিকাতে।
মরা নদীর সাথে দেখা হয় না অনেকে ভাবে,
মানচিত্র খুলে দেখি পথ
কি আঁকা আছে তাতে।
মানচিত্র খুলে দেখি আঁকা আছে নদী,
রাজপথ রেলপথ,
পথ বুঝে নিতে চিত্রাংকন শেখায় মানচিত্র আঁকা।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
জন্ম: ১৫ জুন ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী, শৈশবের অনেকটা সময় রাজশাহীতেই কেটেছে।
পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। ৫ ভাই ৩ তিন বোন, কবি সপ্তম। ছোট থেকেই লেখা লিখিত অভ্যস্ত, এক সময় দৈনিক সানশাইন রাজশাহী, দৈনিক উত্তরা ও সংজ্ঞা দিনাজপুর, সাপ্তাহিক জনরব ঠাকুরগাঁও, মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন এবং প্রিয়তমেষু ঢাকা, আলপনা সাহিত্য সংসদ ঠাকুরগাঁও এ নিয়মিত লিখতেন। বর্তমানে অনলাইনে কবিতার পাতা সহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখছেন। প্রকাশিত প্রথম একক কাব্যগ্রন্থ আলো ছায়া, ২০২৫ বইমেলা বাংলা একাডেমি ঢাকা থেকে প্রকাশিত। আরো দুটি একক কাব্যগ্রন্থ প্রকাশের পথে, সময়ের রং এবং লাল ঘুড়ি নীল মন যা ২০২৬ বাংলা একাডেমি বইমেলাতে থাকবে ইনশাল্লাহ, সবার জন্য শুভকামনা।