
সন্ধান
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼
জীবন হেরে যাওয়ার জন্য নয় নতুন পথের কর সন্ধান,
জীবন বড় সুন্দর সুরেরও পথে আসুক মহিমা সুধাদান।
জীবন যে সুনীল আকাশ, এখানে আছে মেঘ তারা চাঁদ,
জীবন যেন রূপের রেখা, চাঁদও জেগে থাকে সারা রাত।
জীবন নদীর মতো স্রোতের লীলায় ভেসে আসা ফুল,
জীবন মানে বেদনা ব্যথিত রজনী অনেক রকম ভুল।
সন্ধ্যায় ঘন আঁধার নামে, জোনাকিরা দিয়ে যায় আলো,
সন্ধ্যার ছায়া যেন জীবনকে করে তোলে অনেক ভালো।
সন্ধ্যার এ গোধূলি যেন বিলাসী গগন আপনার ছায়া,
সন্ধ্যা যেন গভীর প্রাণে দোল দেয় ভালোবাসার মায়া।
সন্ধ্যা যেন সুখ দুঃখের গান, যেন নীরব রাতের সুধা,
সন্ধ্যা ওই রাতের ভালোবাসা নেই যেন কোনো বাধা।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্ট: কপিলমুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ