
প্রেম বিরহের ঢেউ
-পলাশ বরণ দাশ
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
আজ আমার হৃদয় মাঝে
প্রেম বিরহের ঢেউ
মনের ব্যথা মনে রইলো
বুঝলো নাতো কেউ।
ঝড়ের রাতে একলা ঘরে
জ্বলেনি দীপ শিখা
আঁধারে মন হারিয়ে গেলো
কপালে ছিলো লিখা।
প্রেম প্রতীক্ষায় রাত কাটে
পাইনি পরশ তাঁর
মনে জাগে বিরহ ঢেউ
বন্ধ রইলো দ্বার।
হারিয়ে যায় আঁধারে পথ
কোথায় আমার প্রভু
হৃদয় জমাট ব্যথা দিয়ে
দীপ জ্বেলে যাই তবু।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি
কবি – পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদি ৮ নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের কবিতার পাতায় অংশগ্রহণ করার জন্য সবসময় অনুপ্রেরণা দেন। কবিতার পাতা আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হোক কবির এটাই কাম্য।