
নিশি রাতের কান্না
-শান্তি পদ মাহান্তী
≈≈≈≈≈≈≈≈
আপন হারা যাপন বন্ধু
মনের ঘরে ঝড়,
নষ্ট মনের কষ্টে ছাওয়া
পলকা ভিতের ঘর।
বিশ্বাস বাঁধন ছিন্ন যখন
ভাঙে যখন বুক,
বল রে বন্ধু ঢাকি কিসে
সেই বেদনার দুখ।
ধিকিধিকি পোড়ায় বন্ধু
বুক ভরেছে ধোঁয়া,
কষ্ট রাখি খুব গোপনে
কেউ পাবেনা ছোঁয়া।
হাসি দেখে খুশি ভাবো
হাসি আমার ছল,
হাসি দিয়ে লুকাই বন্ধু
নোনা চোখের জল।
জানি বন্ধু জানো যদি
বুকে বহে খুন,
স্বান্তনাতে সুঁচ ফুটিয়ে
ঘায়ে দিবে নুন।
নিঃসঙ্গ মন খুঁজে আপন
স্বপ্ন পুড়ে ছাই,
বুঝবে ব্যথা নীরব কথা
মনের মানুষ নাই।
নিশি রাতে স্বান্তনা দেয়
নীল আকাশের চাঁদ,
আমার মতো তুইও ওরে
একলা জেগে কাঁদ।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি=
আমি শান্তি পদ মাহান্তী ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমার বাড়ি পুরুলিয়া জেলার বলরামপুরে। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি।