শিশিরের বিন্দু

-মীনা কুণ্ডু

≈≈≈≈≈≈≈≈

কার্তিক অগ্ৰহায়ণের শীতের ক্ষুধায়

শীত বুড়ি আসে চুপিসারে

ঠাণ্ডা বাতাসে শিশিরের বিন্দু

আসে মোদের দ্বারে দ্বারে।

হিমেল‌ হাওয়ায় শিশিরের স্পর্শ

আনাচে কানাচে যায় দেখা

ভোরের কুয়াশা চাদরে মোড়া

অনেক কাব্যগ্রন্থে আছে লেখা।

শিশিরের শব্দেরা লুপ্ত চিরকাল

সকালে ভাসে শিশিরের দল

পৃথিবীর ফুল ফল জলবায়ুর

দিকে চেয়ে থাকে একদল।

পৃথিবীতে কত দ্বন্দ্ব কত বিদ্বেষ

ঝরে কত অজস্র রক্ত বিন্দু

তবুও জানালার কাঁচে পড়ে

অসংখ্য শিশিরের ক্ষুদ্রতর বিন্দু।

বিশাল দিঘির জলে শৈবালও

করে একবিন্দু শিশির সঞ্চয়

প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ভরপুর

ভোরে শিশিরের বিন্দু জানালায় রয়।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি —-

আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। আমি একজন গৃহবধূ।

বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

1 thought on “শিশিরের বিন্দু -মীনা কুণ্ডু

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*