মায়ের মহিমা

-রঞ্জন ঘোষ

∼∼∼∼∼∼∼∼∼

পুজোর ক’দিন আম বাঙালি,

ছিলো সবকিছু তারা ভুলে,

হিংসা ঘৃণা আর মান অভিমান,

তারা রেখেছিলো শিকেয় তুলে।

আনন্দ আর ভালোবাসায়

সবার মন ছিলো ভরপুর,

খুশির আবহাওয়ার কাছে,

তখন পালিয়ে ছিলো অসুর।

দিনকটা সবার কেটে গেলো,

মনের সকল দুঃখ কষ্ট ভুলে,

বুঝতে তখন পারেনি কেউ,

এই অসাধ্য সাধনের কে ছিলো মূলে?

ভালোবাসার বাঁধনে ‘মা’ মহামায়া,

সকলকে বাধ্য করেছিলেন একহতে,

তাইতো ছিলো মনে আনন্দ এতো,

খুশির জোয়ারে সবাই ছিলাম মেতে।

চারটে দিন যেই গেলো চলে,

সবাই হয়ে গেলো আগের মতো,

ভালোবাসা সব হারিয়ে গেলো,

দেখে মানুষ হয়ে গেলো থতমত।

∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি

রঞ্জন ঘোষ বেহালা, দক্ষিণ কলকাতার বাসিন্দা। জন্ম মূলত উত্তর ২৪ পরগনার আমডাঙা থানা এলাকায়। পিতা ৺সুবোধ ঘোষ ও মাতা শ্রীমতি রেখা ঘোষ। অল্প বয়স থেকেই ছিলো তার কবিতার প্রতি আগ্রহ।। কবিতা হলো তার প্রথম প্রেম। বহুদিন ধরে ফেসবুকে সঙ্গে তিনি যুক্ত। প্রায় প্রতিদিনই বিভিন্ন ফেসবুক পরিবারে তার লেখা প্রকাশিত হয়। বহু পাঠক পাঠিকা নিয়মিত ভাবে তার লেখা পড়েন। তিনি দেশ-বিদেশে ঘুরতে খুব ভালোবাসেন। প্রতিটি মানুষের যে রকম একটা হবি থাকে সেরকম এনার হবি হলো কবিতা লেখা। রাজ্য সরকারের চাকরি থেকে অবসর নেয়ার পর কবিতা লেখায় তিনি বেশি করে মনোনিবেশ করেন ।এইভাবেই তিনি তার অবসর সময় অতিবাহিত করেন। এখনো পর্যন্ত তার নয়টি একক বই এবং শতাধিক যৌথ কবিতার বই প্রকাশিত হয়েছে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*