তুই যদি মা দয়াময়ী
-পীতবাস মণ্ডল
≈≈≈≈≈≈≈≈≈
তুই যদি মা দয়াময়ী
তবে দুঃখ কেন নিঠুর বল !
নিষ্পাপ কেন পায় রে সাজা
সম্বল কেন তার চোখের জল ?
তোর কাছে মা এই জিজ্ঞাসা
বল দেখি তোর এ কেমন বিচার !
কোন দোষেই বা পূণ্য কাঁদে আজ
কিসে কেন বলীয়ান এতো অনাচার ?
তুই যদি মা আলোর দিশারী
তবে আঁধার কেন করে উপহাস !
নির্দোষ কত পোহাবে নিরব যন্ত্রনা
অনাচার কি করে উদ্গ্রীব বারোমাস ?
তুই যদি মা ন্যায় পরায়নী
তবে পাষাণ কেন প্রশংসনীয় ,
যদি জগত চলে তোর ইশারায়
কেমনে তবে মিথ্যা সর্বত্রই বরণীয় ?
আর কতকাল কাঁদাবি বল
সহেনা প্রাণের অশুভ যাতনা ,
গরীব হওয়ায় কি ভুল ছিল বল
আর কতকাল সইবো দুঃখ যন্ত্রনা ।
তোর কাছে শুধু এই মিনতি মা
প্রতিবার মুখ ফিরায়ে যাসনে চলে !
হতাশ বুকে অযুত ভরসা যে তুই মা
নেহাত পূজি না হয় তোকে নয়ন জলে ।
আজকে শ্যামা তোর চরণে
নিঃস্ব প্রাণের ভক্তি টুকু অর্ঘ্যদান ,
ডুবে আছি অবিরত গহীন আঁধারে
তুই ছাড়া বল কে আর দেবে অভয়দান ।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
নাম পীতবাস মণ্ডল, পিতা স্বর্গীয় বিষ্ণু পদ মণ্ডল, মাতা মালতি মণ্ডল । গ্ৰাঃ+পোঃ -যোগেশ গঞ্জ জেলা উঃ-২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।

