জোড়া কবুতর
-সিরাজুল ইসলাম মোল্লা
∞∞∞∞∞∞∞∞
আকাশের নীলিমায় সূর্যের রক্তিমা আভায়,
মায়াময় সাজে দিগন্ত সাদা মেঘের ভেলায়।
স্বাধীন ধূসর জোড়া কবুতর দূরে উড়ে যায়,
হাতের তুড়িতে যেন আরও ডিগবাজি খায়।
হেন সীমাহীন আকাশে বাঁধন হারা বাতাসে,
বিকেলের প্রকৃতি যে উল্লাসে নবরূপে হাসে।
জোড়া জোড়া সাদা কবুতর ঝাঁক উড়ে যায়,
চক্রাকার উড়ে উড়ে খেলা করে যায় সবায়।
বাকবাকুম বাকবাকুম সুরে যুগল গান গায়,
কবুতরওয়ালা কবুতরের মতোন ডেকে যায়।
ক্লান্ত মনে প্রশান্তি খোঁজে ভালোবাসার সনে,
গাছগাছালি পাখপাখালি ভরা ঐ কাশবনে।
প্রকৃতির বুকে শোভা আনে ভরা নদীর বাঁক,
কপোত কপোতীর অনুকরণ যেন দাঁড়কাক।
ছায়াপড়ে কালো জলে ডাকে আনন্দলোকে,
ঘর হতে অবলোকন করে মন ভাবনালোকে।
বাঁধন হারা জীবন কবিদের উড়ে যেতে চায়,
কবুতরের মতোন আকাশের নীল সীমানায়।
ছায়ায় ঘেরা মায়ায় ভরা ঐ পিচ ঢালা পথে,
ঝরাপাতা ঝরাফুল স্বাগত জানায় স্বপ্ন হতে।
স্বপন আঁকা আকাশ তলে যায় বাতাস বয়ে,
হাত ধরে হারায় দুজনে জোড়া কবুতর হয়ে।
দেখতে প্রাকৃতিক সৌন্দর্য্য কী মায়ার ভুবন,
শ্রীপিপাসু মুক্তমন থাক ঘিরে থাক সর্বক্ষণ।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন, এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।

