চাওয়া পাওয়া
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈
শ্যামা মায়ের চরণ স্পর্শে
আঁধার মুছুক সকল ঘরে,
দ্বেষ বিদ্বেষ হিংসা মুছে
জ্ঞানের আলো ঝরুক ধরে।
অজ্ঞানীদের জ্ঞান ভান্ডার
পূর্ণ হোক তোমার আশীষে,
শান্তি ফিরুক সকল ঘরে
বাঁচুক মানুষ দীর্ঘ প্রশ্বাসে।
অভয়া নির্ভয়া লাশের কান্না
বিদায় নিক পৃথিবী থেকে,
নারী শক্তি গর্জে উঠুক
সারা বিশ্বের দিকে দিকে।
এর থেকে চাইনা বেশি
মাগো তোমার কাছ থেকে,
সুখ শান্তির আঙ্গিনা ভরাও
প্রতিটি জীবন বাঁচুক সুখে।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
শ্রী স্বপন কুমার দাস জন্ম- ১৬/০৪/১৯৬৩ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর গ্রামে পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- শ্রীমত্যা কল্যণী দেবী। ১৩০০ কবিতা ছোট গল্প ৬টি ও দুটি কাব্যগ্রন্থ “উত্তোরণ ও শব্দ তোরণ” উপহার দিতে পেরেছি আমার সকল গুনীজন গ্রুপ সদস্য দের।লেখার হাত ১৯৭৮ সাল থেকে এযাবৎ চলছে।আমার সম্পাদনায় বই প্রকাশ করার ইচ্ছে আছে।

