মুখোশ
-লালন চাঁদ
∼∼∼∼∼∼∼∼
কথার পাশে আরো অজস্র কথা
কথার পাশে একটি নদী
কথার পাশে দাঁড়িয়ে এক যাদুকর
সব কথা মরে যায়
সব কথা স্মৃতির অমৃত মন্থন
মানুষ মাঝে মাঝে মুখোশ পরে
মাঝে মাঝে ঈশ্বর হয়
কথাগুলো এখন খাপখোলা তলোয়ার
কাটে হৃদয়
রক্তাক্ত শহর পদাতিক
সবার উপর সত্য কথা
কথা এখন মুখোশে ঢাকা মিথ্যে যাদুকর
∼∼∼∼∼∼∼∼
পরিচিতি
এক দরিদ্র পরিবারে জন্ম। খিদের শৈশব। অভাবের কৈশোর। মাঝ যৌবনে বেঁচে থাকার জন্যে একটি ছোট্টো কাজ। সময় পেলে কিছু লিখবার চেষ্টা করি। কবিতা লেখার চেষ্টা করি। আদতে সেগুলো কবিতা হয় কী না আমি জানি না। অন্যের লেখা প্রতিদিন পড়ি। লিখি। বাকি জীবনটা লিখে যেতে চাই। না লিখলে নিজেকে নিঃস্ব মনে হয়। ঠিকানা গ্রাম + পোস্ট,= কুমারগঞ্জ। জেলা = দক্ষিণ দিনাজপুর।

