নিঃশ্বাসের মূল্য
-সুজিত ঘোষ
≈≈≈≈≈≈≈≈
কর্ম আছে, তবু জীবন আজ কষ্টেরই খেলা,
বেতনের অঙ্ক শুনলেই বুক কেঁপে যায় বেলা।
অফিসের টেবিল জানে কেমন ঘাম ঝরে,
ফলটা আসে অল্প বেতনে, বেদনা ঘিরে ঘরে।
বাজারে আগুন, ভাতের গন্ধ ধোঁয়ায় মেশা,
সবজির দামে হার মানে আজ রুদ্র রোষের দেশা।
চালের বস্তা হালকা হয়, পকেট খালি রয়,
তবু মুখে বলি ‘চলবে কোনোভাবে’, অজুহাতে ক্ষয়।
শিশুর চোখে দুধের আশা, বইয়ের পাতায় স্বপ্ন,
অভাব নামের দৈত্য এসে করে সবকিছু বিপন্ন।
ঋণের কাগজ, দোকান বাকি, গৃহকোণে ঝড়,
মাঝরাতে হাহাকার শুধু, বাঁচার নেই পর।
যে শ্রমে দেশ গড়ে ওঠে, তার দাম কোথায় আজ?
শোষণের বেড়াজালে বন্দী প্রতিটি সাজ।
দ্রব্য মূল্যে পুড়ছে প্রাণ, নীতি গেছে হায়,
বেঁচে থাকা এখন মানে যেন মৃত্যুরই ছায়।
মানুষের স্বপ্ন আজও ভাঙা রুটির পাশে,
তবু আশা জ্বলে বুকে, হয়তো ভোরের ঘাসে।
বাঁচার লড়াই শেষ নয়, প্রতিদিন নতুন ছায়া,
নাভী শ্বাসে জীবন কেঁদে য়ায়, আশার আলো জ্বলে না।
তবু প্রতিবাদ বুকে রাখি, চোখে রাখি আলো,
বাঁচতে হবে মর্যাদায়, সেটাই আমাদের ভালো।
একদিন উঠবে জনতার স্বর সত্যেরই নিশান,
অল্প বেতনে নয়, চাই মানবিক সম্মান।
≈≈≈≈≈≈≈≈
পরিচিতি-
সুজিত ঘোষ। নাটোর জেলার সদর উপজেলায় বসবাস। কবিতাকে ভালোবাসি, কিছু সময় মনের অগোছালো কথা গুলো সাজানোর চেষ্টা করে মনের খোরাক মেটানোর চেষ্টায় শখের বসেই লেখালেখি করি।

