পাখির কলরব
-আশীষ খীসা
∼∼∼∼∼∼∼∼∼
পাখির কলরবে হয়ে যায় ভোর,
পাখিরা বলে খোলো খোলো দোর।
পাখির কিচিরমিচির শব্দে ভেঙে যায় ঘুম,
মানুষের শুরু হয়ে যায় কাজের ধুম।
পাখিরা তাড়াতাড়ি ঘুম থেকে জাগে,
ঘুম থেকে উঠে পাখিরা সবার আগে।
পাখির গান শুনতে আমার ভালো লাগে খুব,
পাখির গান শুনে শুনে দেখি রবির মুখ।
পাখির গান শুনে মন হয় খুব বিমোহিত,
চপলা মন হয়ে যায় আবেগ তাড়িত।
পাখির কলরবে চারপাশ হয় মুখরিত,
পাখির মিষ্টি কণ্ঠে মানুষ হয় জাগরিত।
পাখির গান ধ্বনিত হয় আকাশে-বাতাসে,
বাড়ির আঙিনা ভরে উঠে ফুলের সুবাসে।
ঊষালগ্নে সূর্য হাসে চিকচিক করে পূর্বাকাশে,
আলো ছড়ায় পৃথিবীর বুকে চারপাশে।
সূর্যের আলোয় পৃথিবী হয় আলোকিত,
রঙিন আলোয় সর্বত্র হয় সুশোভিত।
যার যার কাজে লেগে পরে মানুষজন,
সারাদিন কর্ম ব্যস্ততায় থাকে চঞ্চল মন।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা, মাতাঃ গোপা দেবী খীসা,জন্মঃ রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা, উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন। তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।আরও বেশ দুয়েকটি যৌথ ছড়াগ্রন্থ কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

