ওরা আছে
-অসিত ঘোষ
∼∼∼∼∼∼∼∼∼∼
রাতের আঁধারে, রাস্তার এক কোণে,
জীবন তাদের চলে অন্য এক টানে।
এক ফালি চাদর, সামান্য তার স্থান,
দু’জনের চোখে শুধু একটাই আহ্বান।
ক্ষুধার্ত ঘুম, শিশুর মুখে নেই হাসি,
বাবার চোখে ফোঁটা-ফোঁটা জলরাশি।
হাত পাতা পাত্রে, কিছু খুচরো পয়সা,
এটাই তাদের বেঁচে থাকার ভরসা।
সমাজ দেখুক এই কঠিন সত্য,
ফুটপাতে ঘুমায় মানব শিশু কত!
এ ছবি আঁকে সমাজের গভীর ক্ষত,
এক করুণ আর অসহায়তার চিত্র।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি–
জন্ম–বর্ধমান জেলার শাঁড়ী গ্রাম
পড়াশোনা–কাটোয়া কলেজ বিএসসি ব্যায়ো
কর্মজীবন– দমদম ক্যান্টনমেন্ট
ছেলে মেয়ে– এক ছেলে এক মেয়ে
কবিতা লেখা আমার নেশা, উপার্জন করা আমার পেশা, সকলকে ভালোবাসা আমার ইচ্ছা, কুকুর বিড়াল গাছপালা এগুলি আমার প্রতিদিনের কাজ।

