হেমন্তের আগমনে
-উদয় পদ বর্মন
≈≈≈≈≈≈≈≈≈
হেমন্তের আগমনে
শীতল বাতাস ধীরে ধীরে বয়।
হেমন্তের আগমনে
আকাশে-বাতাসে কত কথা কয়।
হেমন্তের আগমনে
হিম কুয়াশারা আসে যেন চাদর নিয়ে।
হেমন্তের আগমনে
ঘাসের ডগায় শিশির বিন্দু ঝরে।
হেমন্তের আগমনে
মন ভরে ওঠে মল্লিকার সুললিত গন্ধে।
হেমন্তের আগমনে
মেঘমুক্ত আকাশে পরিযায়ী পাখিরা উড়ে চলে।
হেমন্তের আগমনে
কৃষকদের নতুন ফসল তোলার সময় হয় ঘরে।
হেমন্তের আগমনে
সকলে মেতে ওঠে নবান্ন উৎসবে।
হেমন্তের আগমনে
প্রকৃতি যেন হাতছানি দেয় নানা রূপ নিয়ে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
কবির জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত সানাপাড়া গ্রামের মাতুলালয়ে। এছাড়াও কবির শৈশব কাল কেটেছে তার গ্রামের আদি বাড়ি গোপালপুরে। বর্তমান স্থায়ী বাসস্থান নারায়নপুর(স্কুল পাড়া), বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার বদলপুর উচ্চ বিদ্যালয়ে (উঃমাঃ) বাংলা বিভাগে সহকারী শিক্ষক পদে দীর্ঘদিন শিক্ষকতা করবার পর উক্ত জেলারই ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বর্তমান কর্মরত। সেই সঙ্গে সাহিত্য চর্চা ও বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

