ধানের স্বপ্নে লাল কালির ফোঁটা
-কৃষ্ণনীল
∞∞∞∞∞∞∞
ধানের স্বপ্নে লাল কালির ফোঁটা
স্বপ্নের ছায়ায় এই বাংলাদেশ—
নদীর চোখে লুকোনো তারার ঝিলিক,
পাহাড়ের হাতে গড়া মেঘের স্বপ্নপথ—
এ আমারই আলো-অন্ধকারের জন্ম জন্মান্তরের ভূমি।
যদি আমায় জারোয়াদের দ্বীপে ছেড়ে আসো, আমি বিষ মাখানো তীর কন্ঠে ছোঁয়াবো,
আমি ছায়ার দেহে মিলিয়ে হব অদৃশ্য।
ধানের স্বপ্নে লাল কালির ফোঁটা,
যেখানে ঘামের নদীতে ভাসে খেজুরের-পাতা,
সকালের কুয়াশায় লুকিয়ে থাকে মোহিনী হুর-পরীদের নাচ।
শহরের আকাশে লাল পলাশের বৃষ্টি, তবু একেকটা ভোরে
চাঁদের দুধে ধোয়া সোনালি স্বপ্নের ঝলক—
তেপান্তরের ছায়ায় বাঁশের বেড়ার হাসি, গ্রামের পথে
রাতের চোখে জ্বলা জোনাকিদের অন্ধকারের খেলা,
প্রাসাদের দেওয়ালে ইতিহাসের পাতা, ভৈরব-ভৈরবীর নৃত্য,
কোকিলের গানে দুলে ওঠে ফুলের পাপড়ি।
এ আমারই আলো-অন্ধকারের জন্ম জন্মান্তরের ভূমি।
যদি আমায় জারোয়াদের দ্বীপে ছেড়ে আসো, আমি বিষ মাখানো তীর কন্ঠে ছোঁয়াবো,
আমি ছায়ার দেহে মিলিয়ে হব অদৃশ্য।
মেঘগুলোর ভেতর লুকোনো নরম লবণ-উৎসব,
চিলতে আলো হয়ে পড়ে মাঠে—
একটি মন্দ্রিত তরল কাঁচের লণ্ঠন, তার ভেতর
পান্নার পলক-রঙা নদী ডুবে আছে।
বালির কানের কাছে সন্ধ্যা গোপন করে রাখে
অচেনা সুরের চাবি;
আমি হাত বাড়ালেই গলিত স্মৃতির সাদা রোদ গলে রঙ ধরে।
একটি মার্বেল সাদা ঘোড়া এসে থামে—
তার পিঠে লজ্জার পাখা,
শহরের দূরপ্রান্তে একটি নীরব নরম গান বোনা হয়,
মাটির শ্বাসে মিশে লোপ পায়।
এখানে স্বপ্নেরা চিরকালই ফুলের ভাঙা কষ্টে দুঃখিত,
আর আকাশ—বাইরের কোনো সীমানা নয়—
শুধু ঘুমন্ত নদীর অসামান্য রঙয়ের বিস্তার।
অঘ্রাণের গন্ধে ভেজা এক বৃষ্টির দুপুরে, আমি দেখি—
বাতাসে ভাসছে শুকনো ডানার মতো পুরোনো বকুলের খাম,
নদী তার বুকের নিচে লুকিয়ে রেখেছে
এক শিশুর অসমাপ্ত চিত্রকর্ম।
গাছের পাতায় ঝুলে থাকা ছায়ারাও কথা বলে আজকাল,
তাদের ঠোঁটে মিশে থাকে পুড়ে যাওয়া আকাশের ছাই,
একটি পিঁপড়ে টেনে নেয় সূর্যের ফাঁকা খোলস,
আর আমি—এক ক্ষুদ্র কৃষ্ণনীল বিন্দু—হয়ত ভাবি,
এই দেশ আসলে ঘুমন্ত আলোদের মিছিল,
যারা রাত পেরিয়ে সকালকে জন্ম দেয়
নবপত্রিকার মত আশার বিনিময়ে।
কুয়াশার পর্দায় এক শিশুর পায়ে লাগে তারার ধুলো,
দীঘির জলে বসে স্বপ্নের পাখি, তার চোখে চেয়ে থাকে আকাশ।
আমি কি ভুলে গেছি সেই মন্থর সন্ধ্যায়
তুলোর মেঘে ওড়া শুভ্র তারকা-পালক?
পরিশ্রমের ছায়ায় মানুষের পাশে
ফুলের স্বপ্নে হাসে বালিকার চাঁদ-মুখ,
খেজুরের রসে মিশে যায় তারার ঘ্রাণ,
দুপুরের নীরবতায় শোনা যায় অদৃশ্য পাখির তীক্ষ্ণ শব্দ।
স্বপ্নের ছায়ায় এই বাংলাদেশ—
এ আমারই আলো-অন্ধকারের জন্ম জন্মান্তরের ভূমি।
যদি আমায় জারোয়াদের দ্বীপে ছেড়ে আসো, আমি বিষ মাখানো তীর কন্ঠে ছোঁয়াবো,
আমি ছায়ার দেহে মিলিয়ে যাবো, হব অদৃশ্য…।
∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি-
ক্ষেত্র: কবিতা, গান, সুরচর্চা শিক্ষা: এম.বি.এ (মার্কেটিং) জন্ম: ১৯৭৪, কলকাতা বর্তমান নিবাস: কলকাতা পূর্বপুরুষের নিবাস: বরিশাল, বাংলাদেশ পেশা: বহুজাতিক সংস্থায় কর্মরত পদবী: Editor-in-Chief, Professional Fortnightly English Newsletter (Global Corporate Updates in a particular sector)

