হৃদয়ের ফুল
-আবুল হাসমত আলী
∼∼∼∼∼∼∼∼∼∼∼
তুমি বাগানের শোভা রক্তিম গোলাপ।
তোমার লাবণ্য তাই চোখে ধরা পড়ে।
তোমার রূপে বিভোর হই বারে বারে।
মনে হয় সদা করি আমি বাক্যালাপ।
কিন্তু শুধু মুগ্ধ হয়ে বসে থাকা ঠিক?
কর্তব্য আছে পালন করা প্রয়োজন।
সৌন্দর্যের আহরণে ব্যস্ত শতজন ।
কর্তব্য পালনে ব্যর্থ ব্যক্তিরা অধিক।
গোলাপের দিকে চেয়ে থাকলেই হবে না
তার প্রতি আছে বেশ দায় ও দায়িত্ব।
ফুলের প্রতি মোদের চাই খুব যত্ন।
তাই বাগানে মোদের ফুল ছিঁড়তে মানা।
এই ফুল হৃদয়ের সেই লাল ফুল।
যার দ্বারা মোরা সবে করি কত ভুল।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

