তীরে এসে ডোবায় তরী
-মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার
≈≈≈≈≈≈≈≈≈≈
জয়পরাজয় বড় কথা নয়
যা ছিল, আছে, থাকবে,
দেয়ালে পিঠ ঠেকে গেলেও সবে
দেশের মান রাখবে।
বুকে নিয়ে সাহস বীর পুরুষ
ধূলায় মুখ মাখবে,
বাঘ বাগি নীর নাগ নাগী নীর
রূপ দেখিলে ভাগবে।
হারার আগেই হেরেই বসলে
বুকে চেপেই বসবে,
দেশ চেতনার ভয়ভীতিহীন
হিসাব তুমি কষবে।
তোমার পানে চেয়ে কোটি নয়ন
চেতনা মনে জাগবে,
তবেই তোমরা হইবে সফল
কথাটা মনে রাখবে।
দেশ জাতির পরিচয় তুলতে
অধম্য পণ আঁকবে,
তোমার দেশের পতাকা উড়ুক
তাকিয়ে সবে দেখবে।।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার। লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর উপজেলার ৩ নং চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের ৭ নং ওয়ার্ডের ফজলুল হক বেপারি বাড়িতে ১৯৭৭ সালের ৩১ মে জন্ম গ্রহণ করেন।২০১৭ সাল থেকে লেখালেখির সাথে জড়িত। ” নীরব কবি কথা বলে ” নামক দুই খন্ড কবিতার বই প্রকাশ করেছেন। ব্যাক্তিগত জীবনে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা প্রাপ্তিতে বেশ সুখানুভব করছেন। বাকি জীবন কবিতা লেখার মাধ্যমে মানব সেবায় ব্রতী।

