মৃত্যু
-হাসান জামান
≈≈≈≈≈≈≈≈≈
আষ্টেপৃষ্টে জড়িয়ে , দ্বিমত করিনা তার,
মোহিনী জালে তবু বিস্মৃত হই বারবার।
অমানিশায় প্রশ্ন পাথরে কাতর হবার আগে –
ফিরে যাই যদি দ্বিতীয় ভূবনে তবে
মরু ভূমি নাকি মরুদ্যানে আমার
কোথায় হবে ঠাঁই সে প্রশ্ন আজ জাগে?
মস্তিস্ক জুড়ে জাগে সংসার মাস্তুল
করুনার জলে ফোটা মোহিনী ফুল
মেঘের ডানায় ছেড়ে যাবে হৃদয়ের স্কুল
জন্ম-মৃত্যু জমজ স্বত্বা মিলনেই আকুল!
জীবন জমিনে বহমান আশ্চর্য এক ঢেউ
দ্বিমত করিনা সত্যে, মাথায় আছেন কেউ!
≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি ঃ
কবি হাসান জামান এর জন্ম ১৯৬৭ সালে নওগাঁ জেলায় । লেখাপড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি। কর্মজীবনে একজন ব্যাংকার। লেখালেখির প্রতি তার আশৈশব ভালোবাসা।

