জীবন থেমে থাকে না
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈≈
জীবন থেমে থাকে না, ঠিক যেন ওই নদীটার মতো,
জীবনে গল্পের কোনো শেষ নেই গল্প জন্ম দেয় কত।
যখন সন্ধ্যা নামে সন্ধ্যা প্রদীপ জ্বলে জীবন সংসারে,
আপনার মগ্ন করে যেন জীবনের মাঝে শুধু তাহারে।
জীবন এমনই হয়, সম্মুখে আঁধার যেন ওই গৃহপানে,
অসীম সংসারে দুঃখ ভালোবাসা জীবন যেন জানে।
জীবন আকাশের মতো, গভীর রজনী ঘন আঁধার,
আবার যেন একমুঠো ভালোবাসা দিয়ে যায় তার।
জীবনের কত গল্প হৃদয় ছুঁয়ে যায় যেন কত অনুরাগ,
অমৃত সমান জীবনের গল্প, আজি ছুঁয়ে যাক সোহাগ।
জীবন আকাশের মতো কখনো মেঘ কখনো আলো,
জীবনে দুঃখ কষ্ট সব আছে তবু জীবন লাগে ভালো।
অসীম নীলিমার মতো জীবন যেন একটা অচেনা দেশ,
জীবন একদিন থেমে যাবে, একদিন হবে তব সব শেষ।
জীবনে যেন প্রেমেরও তারা দিয়ে আকাশের গল্প লেখা,
হয়তো ওই সন্ধ্যা প্রদীপ নিভে যাবে, আর হবে না দেখা।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্ট: কপিলমুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ

