স্বপ্ন জয়ী
-জুয়েল রুহানী
∼∼∼∼∼∼∼∼∼
স্বপ্ন রঙ্গীন এই দুনিয়ায়
ব্যাস্ত যে যার মত,
স্বপ্ন জয়ের মন্ত্র নিয়ে-
হৃদয় করে ক্ষত!
মত্য যে জন স্বপ্ন জয়ে
কর্মে থেকে রত,
স্বপ্ন চূড়ায় পৌঁছবে সে জন
আসুক বাঁধা যত।
যে জন খুঁজে পরের মাঝে
স্বার্থ আপন,
সে জন করে কষ্টে অতি-
জীবন-যাপন!
স্বপ্ন জয়ের মন্ত্র খুঁজো
কর্ম ধরে হাতের মুঠোয়,
স্বপ্ন রঙ্গিন দেখবে তুমি
আপনেরই দু’চোখ দুটোয়।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি
জুয়েল রুহানী জন্মগ্রহণ করেন ১৯৯১ সালের ২৫ নভেম্বর, লালমনিরহাট জেলায়। শৈশব থেকেই তাঁর কলমে ফুটে উঠেছে ভাবনা, অনুভব ও সৃষ্টিশীলতার রঙ। লেখালেখির প্রতি গভীর অনুরাগ থেকেই তিনি নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশ করে চলেছেন সাহিত্যকর্ম। কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ ও সাহিত্যচর্চায় তাঁর স্বতন্ত্র ধারা ইতোমধ্যেই পাঠক ও সমালোচকদের দৃষ্টি কেড়েছে।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে তিনি অর্জন করেছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। তাঁর লেখায় ফুটে ওঠে মানবপ্রেম, প্রকৃতি, সমাজ, সত্য ও ন্যায়ের অন্বেষণ—যা তাকে নতুন প্রজন্মের এক সম্ভাবনাময় সাহিত্যস্রষ্টা হিসেবে পরিচিত করবে সাহিত্যাঙ্গনে।

