 
            ফোন অবক্ষয়
-মোঃ জামাল উদ্দিন
∼∼∼∼∼∼∼∼∼∼∼
মোবাইল ফোনে যুবক অবক্ষয়
মগ্ন থাকে সব
পিতা-মাতার কথা শুনে না
করে শুধু মব।
ফোনে করে প্রেম পিরিতি
ভুলে গেছে সব
পিতা-মাতার শ্রদ্ধা ভক্তি
রক্ষা করো রব।
ফোনে হইল জগৎ পাগল
করে যুবক ভুল
পিতা মাতা শিক্ষা গুরু
হইবা মোরে কুল।
ফেসবুক আর ইউটিউব
মগ্ন সকল যুবক
ভুলে গেছে পিতা মাতা
পরকালে হবে দুখ।
নেট দুনিয়া ছাড়ো যুবক
ব্যবহার কর কম
পিতা মাতার কথা শুনো
নয় আসবে যম।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি=
জেলা কুমিল্লা, থানা বাঙ্গরা বাজার ,গ্রাম কালারাইয়া, জন্ম তারিখ-০১/০১/১৯৭৩ ইং, পিতা – মোহাম্মদ আলী, মাতা – মোছাম্মদ জাহেদা খাতুন, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি প্রথম শ্রেণি, তারপর শ্রীকইল সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রী অর্জন করি। বর্তমান পেশা সাহিত্য চর্চা কবিতা গল্প উপন্যাস ইত্যাদি লেখা।

