তোমার জন্য
– তৌহিদা জাহান লিপি
♥♥♥♥♥♥♥♥
জেগে আছি বিনিদ্র রাতে
ভিষন উৎসাহ নিয়ে !!
স্বপ্ন দেখি তোমার সাথে
অসময়ে এসে জাগিয়েছিলে,
যে চেতনা জোস্নার আলোয় স্পষ্ট হয়, তার বাসনা
স্বপ্নের শেষে যদি ———— না পাই তোমায় ?
ধরে নিবো এ আমার কঠিন পরাজয় ——- !
সবশেষে যাবো চলে ———- কোন এক অজানায় !
বিরক্ত করবোনা আর তোমায়,
বেলা-অবেলায় ———-“”‘
ছেড়ে দিলে হাত তুমি ———-
চলে যাবো নির্বাসনে ——-
মনে রেখো এ সবই শুধু ———
তোমরাই জন্যে ——-!!
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি : আমি তৌহিদা জাহান লিপি । এস,এস,সি : কামরুননেছা সরকারি বালিকা বিদ্যালয় (ধানমনডি ঢাকা) এইচ,এস,সি : বেগম বদরুননেছা মহিলা কলেজ ঢাকা। অনার্স / মাস্টার্স : ঢাকা বিশ্ববিদ্যালয় । বর্তমানে একটি বেসরকারি কলেজে কর্মরত আছি ।। আমি অনেকটা শখের বশেই কবিতা লিখি।। আমাকে অনুপ্রাণিত করার জন্য কবিতার পাতার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ ।।