শ্যামা রূপে মা তারিণী
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈
হালকা হিমেল পরশ দেহে
সোনা আলোর প্রেম শিখা,
কাঁচাপাকা ধানের উপর
রজত বর্ণ শিশির মাখা।
ঝিমিয়ে পড়া কাশ শিউলি
জাগে লাল পাঁপড়ি জবা,
মাঠের দূর্বা ঊর্ধ্ব গগনে
মাথা তুলে তাকিয়ে হাবা।
রাখালিয়া সুরের বাঁশি
ভেসে আসে হিম ভোরে,
পুবের নভে তপন হাসে
দুয়ার সম্মূখে সব ঘরে।
প্রকৃতি রূপ লাবণ্য দর্শনে
স্বস্তির নিঃশ্বাস বহে নাকে,
হেমন্ত সাজ ভরা কার্তিকে
তাজা ফুল গাছের শাখে।
হৈমন্তীকা মা ধরা বক্ষে
কালো বরণ কালী রূপে,
অভয় দানে সকল কক্ষে
নিশীথ রাতে জিভ চেপে।
খুশি হয় মা ভক্ত দুয়ারে
দীপান্বিতার দীপ শিখায়,
শ্যামা রূপে মা তারিণী
সুখ শান্তির দিশা দেখায়।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতামাতা- সন্তোষ কুমার দাস কল্যাণী দেবী
জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/ পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

