অলৌকিকতায় রাষ্ট্র পিছু ঘটে
-আবুল হাসমত আলী
∼∼∼∼∼∼∼∼∼∼
মানব সভ্যতা লোভি শ্রম সাধনায়,
তার সাথে ছিল কিছু যুক্তি মনষ্কতা,
বিজ্ঞানের অবদান যুক্তি-গ্রাহ্য সেথা,
সে সমস্ত কথা পায় বইয়ের পাতায়।
ধর্মীয় গুরুরা সেই যুক্তির পরিপন্থী,
তারা বিজ্ঞানের জ্ঞান নিজেদের বলে,
তা নাকি সব লিখিত আছে ধর্মগ্রন্থে,
এভাবে বিজ্ঞানকে নিয়ে করে টানাটানি।।
সভ্যতার উল্টো পথে যাত্রা দেখি আজ,
অলীক কাল্পনিকের খেলা চলে সেথা,
সেসব জিনিসে দেখি মগজ গুলো ঠাসা,
তাইতো ধর্মকে দিয়ে ওরা করে কাজ।
রাষ্ট্রের প্রগতি হয় যুক্তির ধারায়,
রাষ্ট্র পিছু হটে যায় অলৌকিকতায়।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

