মানবতা
-কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
∼∼∼∼∼∼∼∼∼
মানবিকতা বড় অভাব
ভবের বুকে দেখি,
মানবিকতা যত স্বভাব
সব মানুষে শেখি।
মানবতার উদার নীতি
আবাদ কর সবে,
সৎ আদর্শ চলন রীতি
মানুষ রূপে ভবে।
মানবতার বিকার হলে
আবাদ নষ্ট হবে,
মানুষজন্ম সঠিক বলে
জীবন সুখে রবে।
অনুভূতির বহিঃপ্রকাশ
খই ফুটিবে মুখে,
দৃষ্টি ভঙ্গির মুক্ত বাতাস
গায়ে বইবে সুখে।
মানবতার খুশির আভা
বিশ্বজনীন হতে,
আচরণের মহৎ শোভা
সত্য সময় মতে।
মানুষ প্রতি আচরণের
মাহাত্ম্য হোক চর্চা,
সভ্য সমাজ বিচরণের
রীতি-নীতির পর্চা।
∼∼∼∼∼∼∼∼∼
#.কবি পরিচিতি:
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে সম্ভ্রান্ত এক পরিবারে ৮আগস্ট ১৯৮০ ইংরেজিতে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব মোহাম্মদ ইছমাঈল মিয়া সর্দার এবং মাতার নাম আলহাজ্ব আরুজা খাতুন। তিনি বর্তমানে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের তিনচৌদিয়া নামক গ্রামে বেসরকারি/ প্রাইভেট শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। ১৯৯৫ ইংরেজিতে নবম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় লেখালেখিতে জড়িয়ে পড়েন। বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকা এবং যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশ অব্যাহত রয়েছেন।

