বিশ্বজয়ী নারী
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼
নারী শক্তির জয় হয়েছে
করেছে তারা বিশ্বকাপ জয়,
আমরা নারী, আমরা পারি,
আমরা সর্বদা, যে অকুতভয়।
স্থলে,জলে,অন্তরীক্ষে সর্বত্র
নারীই একমাত্র সর্বং সহা,
নারী ছিনিয়ে নিতে জানে
নারী কোমল, নেয়না দয়া।
ভ্রূণ কেঁদে কয় ওগো
মেরোনা তোমরা আমায়,
সদ্যজাত মেয়ে প্রাণভিক্ষা চায়
ডাস্টবিনে কান্না থামায়।
তবু ওরা জেতে মার খেতেখেতে
অনাদরে ওরা বড় হয়,
চোয়াল শক্ত করে রাখে
লাগেনা ওদের ভয়।
নয় ষাঁড়ের জঙ্গলে ভিতর
ওরা যাবেই যে মঙ্গল,
সাহস,মনোবল,দৃঢ়তা
ওটাই ওদের বড় সম্বল।
কম্পিউটার হাতে ওরা
সৃষ্টির নেশায় ওরা মাতে,
মনের শক্তিই সবার ওপরে
ওরা জেতে বজ্রকঠিন হাতে।
বাধা বিঘ্ন সয়ে সাবলম্বী হয়ে
ওরাই বৃদ্ধ বাবা মার কান্ডারী,
নারী শক্তি আজ রনচন্ডি
ওরাই বিশ্বকাপের অধিকারী।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব

