আপন
-অরুণ কুমার মহাপাত্র
≈≈≈≈≈≈≈≈≈≈
আপন
সে তো হৃদয়ের কাছের কেউ
শুনি নিয়ত তার চরণের ধ্বনি
আমারই কাননে বসিয়া সে যে
আপনার চেয়ে আপন আমার
সে যে সুধাময় সুর
প্রাণের চেয়ে আপন
বাণী তার সুমধুর
ছুটেছি আলোয় আঁধারে
তাহারই সন্ধানে…
সে যে প্রাণের আহ্লাদ
নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন
পাইনি খুঁজে তারে…
পৃথিবীর পথ ছেড়ে নক্ষত্রের পথে
আকাশপানে গেছে কি সে চলে… ?
হৃদয়ে রেখেছি যারে
ভালোবেসে ডেকেছি বারে বারে
আসিবে না কি সে কভু ফিরে… ?
খরকন্টকে আজ ছিন্ন চরণ
ধূলায় রৌদ্রে মলিন বরণ
তবুও বেদনার মাঝে
তোমায় ফিরিবো খুঁজে…
তুমি কখনও হৃদয়ে কখনও বাহিরে
কভু স্বপনে কভু সশরীরে
পরশ করিয়া যাও… ।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি ঃ
অরুণ কুমার মহাপাত্র মা ঃ চন্দ্রমণি মহাপাত্র বাবা ঃ পূর্ণচন্দ্র মহাপাত্র জন্ম ঃ ৬ই ফেব্রুয়ারী ‘ ১৯৫১ ঝাড়গ্রাম জেলা অন্তর্গত গোপীবল্লভপুর – ১ নং ব্লকের শাসড়া গ্রামে শিক্ষা ঃ মেদিনীপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক । ২০০৯ সালে শিক্ষকতা থেকে অবসর । অবসর নেওয়ার দশ বছর পরে সাহিত্য চর্চা শুরু ।
কাব্যগ্রন্থ ঃ সারা গাঁয়ে ফুসুর ফাসুর (সুবর্ণরৈখিক বাংলা ভাষায় লেখা), চলো নদীর কাছে যাই , মন তরঙ্গের ঊর্মিমালা,অরুণ আলোয়, বুঢ়া বইসের কেঁদরা ( যৌথ কাব্যগ্রন্থ / সুবর্ণরৈখিক বাংলায়) অক্ষরভাঙা সময়

