জলের মুখে জ্যোৎস্না
-মুহাম্মদ আমিনুল ইসলাম(অক্ষর পথিক)
≈≈≈≈≈≈≈≈≈
ভাসমান চাঁদ নদীর উপর,
স্বচ্চ জলে এক রমনীর মুখোচ্ছবি।
মৃদু হাসিতে নদী হেলে পড়ে তার দিকে।
স্রোতের ভিতর কেমন এক চঞ্চল উন্মাদনা।
মাঝি থামে, বৈঠা চুপচাপ,
ঢেউ ও থামে যেন চোখে চোখ রেখে।
রাতের গন্ধে ভিজে ওঠে দু’জনের নিঃশ্বাস,
আর দূরের বাঁশবনে বাজে মৃদু ঝিরঝির বাতাস।
প্রেমও নদীর মতো,
একবার শুরু হলে কোথাও থামে না।
শুধু দিক বদলায়, রূপ বদলায়,
কিন্তু তার ঢেউ বয়ে যায় একই সুরে।
জলের মুখে চাঁদ ঝরে আবার,
ভালোবাসা ফিরে আসে অন্য রূপে।
≈≈≈≈≈≈≈≈≈
সাহিত্যিক পরিচিতি:
মুহাম্মদ আমিনুল ইসলাম (অক্ষর পথিক) একজন শিক্ষক ও সাহিত্যপ্রেমী লেখক, যিনি মূলত প্রেম, বিরহ ও সমাজ-সংসারেরকে কবিতার বর্ণমালায় ধারণ করেন। তাঁর কবিতায় প্রেম মানে শুধু ভালোবাসা নয়, বরং মানবজীবনের নিঃসঙ্গতার প্রতিবাদ। গল্প ও প্রবন্ধে তিনি বর্তমান সময়ের বিবেকহীন মানবতার প্রতি আক্ষেপ ও মানবিক জাগরণের বার্তা তুলে ধরেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন লিটল ম্যাগাজিন, স্থানীয় ও জাতীয় দৈনিকে নিয়মিত লিখে আসছেন। তাঁর লেখার ভাষা সহজ, গভীর পর্যবেক্ষণধর্মী এবং ভাবনাসমৃদ্ধ। পেশায় তিনি সহকারী অধ্যাপক (বাংলা), বিঘা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পো: কাঞ্চনপুর, উপজেলা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর। স্থায়ী ঠিকানা:: গ্রাম: ডাটরা শিবপুর, পো: কাশিমপুর (৩৬১০), উপজেলা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর। বাংলাদেশ।

