মানুষ
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼
খালি হাতে আসে
খালি হাতে যায়
তবুও লোভের অন্ত নাই,
যত পায় তাতে
খুশি নাই হয়
আরোতেই শেষ জীবনটাই।
বিবেক আদর্শ মনুষ্যত্ব
মান হুঁশ সবকিছু…
তার বিসর্জন দিয়ে থাকে,
নিজের স্বার্থ টুকু
ভালোই বুঝে নেয়
অন্যের খোঁজ কভু নাই রাখে।
নিজের যা আছে
খুশি নাই তাতে
আরো বেশিকিছু পেতে চায়,
হিংসা দ্বেষ লোভ
মানুষ স্বভাব দোষ
মরার কালে করে হায় হায়!
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি শ্রী স্বপন কুমার দাস
পিতামাতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস/শ্রীমত্যা কল্যাণী দেবী
জন্ম- ১৬/০৪/১৯৬৩ গোপীবল্লভপুর গ্রাম ঝাড়গ্রাম জেলা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ।
একক কাব্যগ্রন্থ- দুইটি উত্তোরণ ও শব্দ তোরণ

